MEET MARIA

গত বেশ কয়েক বৎসর পার করেছি ব্লগ বানাবো বানাবো এই চিন্তা করতে করতে , যাই হোক অবশেষে সময় এবং সুযোগ দুইটাই যখন একসাথে হাতে পেলাম পর্তুগাল আসার পর তখন এটা কাজে লাগানর ফন্দী করতে করতেই এই ব্লগের সৃষ্টি । মূলত আমি ভ্রমণ প্রেমী , আর ভ্রমণের ফাঁকে ফাঁকে কিছু গোছালো আর কিছু অগোছালো ফ্রেম ক্যামেরায় বন্ধী করতে ভালোবাসি ।
কিন্তু ভিডিও বানিয়ে এডিট করে তা পেইজ এ নিয়মিত আপলোড দেয়ার মতন ধৈর্য কখনোই আমার ছিল না। এই প্রথম , এমন কিছু করার উদ্যোগ মাথায় এলো ।
যাই হোক, যেই চিন্তা সেই কাজ । তারই প্রতিফলন হিসেবে ফেসবুক , টুইটার , ইয়ুটিউব , ইন্সটা আরও কত জায়গায় না অ্যাকাউন্ট খুললাম ।
আমার লক্ষ শুধু ভিডিও আপলোড করা নয় , বরং যেসব জায়গায় যাবো ওইসব জায়গার কালচার , হিস্টরি তুলে ধরা ।
জীবনে আর যাই করেন , ফ্যামিলির সাথে সময় কাটান । পরে সময় ফুরালে এই সুযোগ আর দ্বিতীয়বার নাও পেতে পারেন।
ইনশাল্লাহ , আপনারা সাথে থাকলে অনেক অনেক জায়গা ঘুরিয়ে দেখাতে সক্ষম হবো , আর এখন পর্যন্ত যা কিছু করেছি সব আপনাদের প্রত্যেকের ভালবাসার দরুন।